শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Berhampore: ‌‌হেলমেট না পরে বাইক র‌্যালি করে বিতর্কে ইউসুফ পাঠান

Rajat Bose | ০৩ মে ২০২৪ ১৩ : ২৬Rajat Bose


‌আজকাল ওয়েবডেস্ক:‌ লোকসভা নির্বাচনের মধ্যেই মোটর ভেহিকল আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হেলমেট ছাড়াই দীর্ঘ রাস্তা বাইক চালিয়ে প্রচার করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এবং তৃণমূলের বহরমপুর–মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের বিরুদ্ধে । ইতিমধ্যে সেই নির্বাচনী প্রচারের ভিডিও বিভিন্ন সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও এই ভিডিওর সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি)। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কান্দির নতুন পাড়া থেকে বাইপাস মোড় পর্যন্ত দীর্ঘ পথ বাইক নিয়ে র‌্যালি করেন ইউসুফ। সাদা এবং কালো রঙের রয়্যাল এনফিল্ড চালিয়ে ইউসুফ পাঠান যখন কান্দি শহর দাপিয়ে বেড়াচ্ছিলেন, সেই সময় তাঁর পেছনের আসনেই বসেছিলেন অপূর্ব সরকার। তবে বাইক র‌্যালি করার সময় দু’‌জনের মাথাতেই ছিল না কোনও হেলমেট, অভিযোগ এমনই। তার পরিবর্তে দু’‌জনেই পরেছিলেন সাধারণ টুপি। জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, মাথায় হেলমেট না পড়ে বাইক চালালে মোটর ভেহিকল আইনের ১৯৪ (ডি) ধারায় বাইক চালকের ১০০০ টাকা জরিমানা এবং বাইক আরোহীর ৫০০ টাকা জরিমানা হতে পারে। এর পাশাপাশি বাইক চালানোর সময় চালকের কাছে যদি বৈধ লাইসেন্স না থাকে তাহলে অতিরিক্ত আরও তিন হাজার টাকা জরিমানা করা যায়। বাইকের অবস্থা এবং চালক কি ধরণের পোশাক পরে চালাচ্ছেন তা দেখেও জরিমানা করা যায়। তবে সূত্রের খবর, এই জরিমানা তৃণমূল প্রার্থী বা জেলা সভাপতিকে দিতে হয়নি। কীভাবে হেলমেট ছাড়া সাংগঠনিক প্রধান ও লোকসভা নির্বাচনের প্রার্থী বাইক চালালেন সেই নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর আলোচনা। 
প্রসঙ্গত, প্রায় দু’‌বছর আগে বহরমপুর শহরের ৩৪ নম্বর বাইপাস উদ্বোধনের আগে রাস্তার কাজের অগ্রগতি দেখতে গিয়ে হেলমেট ছাড়াই ওই রাস্তায় দীর্ঘ পথ বাইক চালিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অধীর চৌধুরি। ইউসুফের মতো সেদিনও অধীর রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল চালিয়েছিলেন মাথায় একটি টুপি পরে। তাঁর সওয়ারীর মাথাতেও হেলমেটের বদলে ছিল টুপি। 
সেই সময় তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলো অধীর চৌধুরীর বিরুদ্ধে সরব হয়েছিল মোটর ভেহিকেল আইন ভাঙার জন্য। এবার সেই একই অভিযোগে বিদ্ধ হল তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী ইউসুফ পাঠান এবং দলের সাংগঠনিক জেলা সভাপতি। 
কংগ্রেসের কান্দি মহকুমা সভাপতি সফিউল আলম খান (বনু) বলেন, ‘‌তৃণমূল কংগ্রেস কোনও অন্যায় করলে মাফ। পুলিশ–প্রশাসন সেগুলো দেখতে পায় না।’‌ যদিও এই ঘটনায় অপূর্ব সরকার দুঃখপ্রকাশ করে জানান, ‘‌নিশ্চিতভাবে অন্যায় করেছি। গোটা বিষয়টি আবেগের বশে করে ফেলেছি। ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে সকলের হেলমেট পরেই মোটরসাইকেল চালানো এবং তার সাওয়ারী হওয়া উচিত।’‌ 






বিশেষ খবর

নানান খবর

former-indian-prime-minister-manmohan-singh-passes-away-at-92-gnr

নানান খবর

অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...

কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...

নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...

বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...

মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...

আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো,  র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...

বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...

বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...

অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...

বড়দিনের ‘‌উপহার’‌ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...

মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...

আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...

বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...

চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...



সোশ্যাল মিডিয়া



05 24